আমাদের ভারত, ১৬ জুলাই: মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ইঞ্চিও জমি ছাড়ছেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রী যখন বাঙালি আবেগে শান দেওয়ার লক্ষ্যে পথে নামছেন, ঠিক সেই সময় অর্থাৎ দুপুর দুটোয় বিজেপি পরিষদীয় দল বিক্ষোভ দেখালো বিধানসভায়। তারপর তারা মিছিল করে চলে গেলেন সিইও দফতরে। যাওয়ার পথে রাস্তাতেই গর্জে ওঠেন শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট কথা, “কোনভাবেই রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার লিস্টে থাকতে পারে না।”
আজকের মিছিল থেকে মমতার বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করে। কিন্তু কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। বিহারে যদি ৩০ লাখ বাদ চলে যায়, এখানে ৯০ লাখ আছে। এরপরই আরো জোরদার আক্রমণ শানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলাকে যেতে দেওয়া যাবে না। কোনো ভারতীয় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন পারসি, বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। সব ধর্মের লোক থাকবে, কিন্তু কোনো রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকায় থাকবে না।
শুভেন্দুবাবুর দাবি, শেষ জনগণনায় দেখা গেছে জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গে গ্রোথ ১০% বাড়ানো। আর ভোটার তালিকা ১৬ থেকে ২৫ শতাংশ বেড়েছে। সাংবাদিক বৈঠকে একেবারে পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, জাতীয় গ্রোথ যেখানে ৭% সেখানে নয়টি বাংলাদেশ বর্ডার জেলায় গড় বৃদ্ধি ২০-৩০ শতাংশ। ২০১৪ সাল থেকে ২০২৪ মমতার আমলে মেখলিগঞ্জের ২৪.৭৭ শতাংশ বৃদ্ধি, মাথাভাঙ্গা ২১.৭৯ শতাংশ, কোচবিহারে উত্তরে ১৯.৫৯ শতাংশ, কোচবিহার দক্ষিণে ১৯.৭৯ শতাংশ শীতলকুচীতে ২৪.৬২ শতাংশ, দিনহাটায় ২৫.৯৩ শতাংশ, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রামে ২১.১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”