আমাদের ভারত, নরেন্দ্রপুর, ২০ ডিসেম্বর: নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানার অন্তর্গত নয়াবাদ হাইস্কুলের ঘটনা।
জানাগেছে, রবিবার গভীর রাতে নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে লুটপাট চালায় জনা দশেকের একটি ডাকাত দল। প্রায় দু আড়াই ঘণ্টা ধরে লুটপাট চলে বলে অভিযোগ। স্কুলের বারোটি আলমারি ভেঙ্গে নগদ প্রায় ৩৯ হাজার টাকা লুট করে চম্পট দেয় ডাকাত দলটি। সোমবার সকালে স্কুলের মেট্রনের কাছ থেকে বিষয়টি জানতে পারেন প্রধান শিক্ষক। এরপরেই এ বিষয়ে নরেন্দ্রপুর থানায় জানানো হয়। ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার আই সি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী স্কুলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকার মানুষদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।