Robbery, Gold shop, Kirnahar, কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে কীর্ণাহারে সোনার দোকানে ডাকাতি

আমাদের ভারত, বীরভূম, ২৮ জানুয়ারি: কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে একটি সোনার দোকান থেকে নগদ টাকা সহ বেশ কিছু সোনা ও রূপোর গয়না নিয়ে চম্পট দিলো একদল ডাকাত। বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে কীর্ণাহার থানা থেকে প্রায় ৩০০ মিটার দূরে বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ১০/১২ জনের একটি ডাকাত দল ওই দোকানে হানা দেয়। তার মধ্যে জনা চারেক আংটি কেনার অছিলায় দোকানে ঢোকে। আংটি দেখতে দেখতে আচমকা আগ্নেয়াস্ত্র বের করে মালিকের কপালে ঠেকায়। বাকিরা সেই সুযোগে গয়না এবং নগদ টাকা হাতিয়ে নেয়। চিৎকার চেঁচামেচি শুনে লোকজন জড়ো হওয়ায় বোমা ফাটাতে ফাটাতে ডাকাত দলটি চম্পট দেয়। দোকানের মালিক বাপন কর্মকার আতঙ্কে কথা বলার মতো অবস্থায় ছিলেন না।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ওরা বেশ কয়েকদিন ধরে নানা ছুতোয় এখানে আসাযাওয়া করছিল।

কীর্ণাহার ব্যবসায়ী সমিতির সম্পাদক তপন কুমার দে বলেন, কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বোমা ফাটিয়ে ডাকাতি এর আগে এলাকায় হয়নি। ডাকাত দল একটি চার চাকার গাড়ি, একটি মোটর বাইক এবং একটি পিস্তল ফেলে পালিয়েছে। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।

পুলিশ জানায়, ওইসব সূত্র ধরে ডাকাতির কিনারা করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *