সাথী দাস, পুরুলিয়া, ২৯ আগস্ট: নামিদামি স্বর্ণ বিপনিতে কয়েক কোটি টাকার অলংকার ডাকাতির ঘটনা ঘটল পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের নামোপাড়ায় ওই বিপণির শোরুমটি রয়েছে। এদিন দুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুষ্কৃতীরা ৭ জন ছিল। তারা মোটর সাইকেলে করে এসেছিল। কয়েকজনের মাথায় হেলমেট ছিল।
মঙ্গলবার দুপুরে অন্যান্য দিনের তুলনায় দোকানে কম কর্মচারী ছিলেন। প্রথমে ক্রেতা সেজে দোকানে ঢোকে দুই দুষ্কৃতী। বিভিন্ন সোনার গয়না দেখছিল তারা। পরে তাদের দলের আরও চারজন সেখানে আসে। এরপর দোকানের দুই নিরাপত্তারক্ষীকে দড়ি দিয়ে বেঁধে ফেলে ক্রেতাদের কাছ থেকে ও দোকান থেকে কয়েক কোটি টাকার সোনার গয়না লুট করে। এমনকী, দোকানের ক্যাশবাক্স থেকে লক্ষাধিক টাকা নগদ নিয়ে চম্পট দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুরুলিয়া সদর থানার পুলিশ।
জানাগিয়েছে, দুষ্কৃতীরা হিন্দি-বাংলা মিশিয়ে কথা বলছিল। ভেতরে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায় দুষ্কৃতীরা। পাশের একাধিক দোকান ও আশপাশের বাসিন্দারা ঘটনা টের পাননি। অনেকক্ষণ পরে কর্মীরা উল্টো দিকে থাকা একটি ইলেকট্রিক্যাল জিনিসের দোকানে খবর দেন। তার পরই দোকানের মালিক কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা তদন্ত শুরু করেন। পাশাপাশি থাকা
সি সি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চালিয়ে তদন্তে গতি আনতে চাইছেন পুলিশ আধিকারিকরা।
ডি এস পি (অপারেশন) চিন্ময় মিত্তল বলেন, “সব কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।”