গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২ জানুয়ারি: দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো গোঘাটের কামারপুকুর চটি সংলগ্ন এলাকায়। রাজ্য সড়কের পাশে পরপর ৭টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চুরি যায় বেশ কয়েক হাজার টাকা সহ দোকানের জিনিসপত্র। দোকানের অ্যাসবেস্টস ভেঙ্গে চুরি হয় বলে অভিযোগ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ।

জানাগেছে, কামারপুকুর থেকে মেদিনীপুর যাওয়ার রাজ্য সড়কের পাশে কিছু দোকান আছে। সেখানেই বৃহস্পতিবার গভীর রাতে দোকানের অ্যাসবেস্টসের চাল ভেঙ্গে প্রথমে দোকানে ঢোকে। তারপর ওই ৭টি দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা, এমনকি একটি মোবাইলের দোকানে ঢুকে বেশ কিছু মোবাইলও চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিরা।পাশাপাশি দোকানের জিনিসপত্রও চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।
পাশাপাশি কামারপুকুর চটি ব্যাপক জনবহুল এলাকা। যার জেরে নিরাপত্তা নিয়ে ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এই চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। যদিও শুক্রবার সকালে দোকান খুলতে গিয়ে দোকানদারেরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

