ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে বন্ধ হল রাজ্যে সড়ক

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৯ নভেম্বর: গ্রামে ঢুকে গৃহস্থের বাড়িতে শুঁড় ঢুকিয়ে খাবারের সন্ধান করতে থাকে স্থায়ী হাতি রামলাল। যার জেরে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা। পরে গ্রামবাসীদের চেষ্টায় হাতিটিকে গ্রাম থেকে তাড়া করলে রাজ্য সড়কে উঠে তান্ডব চালাতে শুরু করে। যার জেরে লোধাশুলি-ঝাড়গ্রাম পাঁচ নম্বর রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের শালবনী এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে মানুষ ঘুম থেকে ওঠার আগেই শালবনী গ্রামে ঢুকে পড়ে স্থায়ী হাতি রামলাল। গ্রামে ঢুকেই বাড়িতে বাড়িতে শুঁড় ঢুকিয়ে খাবার খুঁজতে শুরু করে। গ্রামে হাতি ঢুকে যাওয়ায় চারিদিকে হৈ হট্টগোল পড়ে যায়। বেশ কিছু সময় ধরে গ্রামে তান্ডব চালানোর পর গ্রামবাসীরা মিলিতভাবে হাতিটিকে তাড়া করলে গ্রাম থেকে বেড়িয়ে রাজ্য সড়কে উঠে যায়। রাজ্য সড়কের উপর দিয়ে যাওয়া লরি, পিকআপ ভ্যান থামানোর চেষ্টা করে। যার জেরে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন পথ চলতি সাধারণ মানুষজন। পরে পিচ রাস্তা থেকে জঙ্গলের দিকে হাতিটি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, এর আগেও একাধিক বার রাজ্য সড়ক, জাতীয় সড়কে উঠে লরি থামিয়ে খাবারের সন্ধান করছে রামলাল। এমনকি এলাকায় রাইস মিলে ঢুকেও চাল, গম খাওয়ার পাশাপাশি গ্রামে, বাজারে ঢুকেও খাবারের সন্ধান চালিয়েছে। বনদফতর সুত্রে জানা গিয়েছে শালবনী, শিরশি, বরিয়া, আমলাচটি, জিতুশোল, ঘৃতখাম, নেদাবহড়া এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে রামলাল। হাতিটি সেভাবে কোনও কিছুর ক্ষয়ক্ষতি করেনি। হাতিটি খুবেই শান্ত স্বভাবের। এই এলাকায় দীর্ঘদিন ধরে রয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *