আমাদের ভারত, নদীয়া, ২ সেপ্টেম্বর: শান্তিপুর বিধানসভার হরিপুর পঞ্চায়েতে নতুনগ্রাম ও বাহিরচর সহ বেশ কয়েকটি গ্রামে যাতায়াতের রাস্তা চলে গেছে ভাগীরথীর গর্ভে। এরফলে সমস্যায় সমস্যায় পড়েছে হাজার খানেক পরিবার। বাড়িতে যাতায়াতের জন্য কয়েক হাজার মানুষ পারাপার করছেন নৌকায়।

পঞ্চায়েত প্রধানের দাবি গত বছরই রাস্তা তৈরি করা হয়েছিল। কিন্তু কিভাবে সেটা নষ্ট হয়ে গেল তা তাঁর জানা নেই। পঞ্চায়েত প্রধান শোভা সরকার এও জানান শুধু যাতায়াতের রাস্তাই নয় এখানে আগে একটা পিকনিক স্পট ছিল সেটাও আজ গঙ্গাবক্ষে তলিয়ে গেল। আমি ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, দেখি কতটা কি করতে পারি।

