আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি:
প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে হাঙ্গামার পর বেশ খানিকটা চাপে পড়েছিল কৃষক আন্দোলন। কিন্তু ক্রমে সেই আন্দোলন ঘুরে দাঁড়িয়ে তীব্রতর হচ্ছে। কৃষকরা তাদের দাবি থেকে সরে আসতে নারাজ। ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তারা অনড়। আর এই দাবিকে সামনে রেখে শনিবার ৬ ফেব্রুয়ারি দেশজুড়ে টাকা চাক্কা জ্যামের ডাক দিয়েছে আন্দোলনরত কৃষকরা।
শনিবার দুপুর ১২টা থেকে বিকেল তিনটে অব্দি সারাদেশে রাস্তা অবরোধ করতে চলেছে আন্দোলনরত কৃষকরা। নয়া কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভ চলছে। এরই মধ্যে কিষান মোর্চা আগামী ৬ ফেব্রুয়ারি দেশজুড়ে চাক্কা জ্যামের কর্মসূচির কথা ঘোষণা করেছে। ওই দিন দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত কৃষকরা রাস্তা অবরোধ করবেন বলে জানিয়েছেন ভারতীয় কিষান ইউনিয়নের বালবির সিং রাজেওয়াল।
প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে কৃষক আন্দোলন চলছে। ক্রমাগত এই আন্দোলন তীব্র হচ্ছে। ৩০ জানুয়ারি গান্ধীজীর প্রয়াণ দিবসে একদিনের অনশন পালন করেছেন কৃষকরা। এর আগে ২৬ জানুয়ারি ট্রাক্টর মিছিল ঘিরে অশান্তি ছড়িয়েছিল রাজধানীর বুকে। লালকেল্লায় ধর্মীয় পতাকা উত্তোলনের ঘটনায় কিছুটা ব্যাকফুটে গিয়েছিল কৃষক আন্দোলন। দুটি কৃষক সংগঠন সেই কারণে আন্দোলন থেকে নিজেদেরকে সরিয়েও নিয়েছে। তবু আবারো সেই আন্দোলন ঘুরে দাঁড়িয়েছে। আবারো কৃষকদের এই নিয়ন্ত্রিত আন্দোলন কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে কেন্দ্রের বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই বিক্ষোভকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে পাঞ্জাবের পঞ্চায়েতগুলি নিদান দিয়েছে গ্রামের প্রতিটি বাড়ির অন্তত একজন সদস্যকে এই বিক্ষোভে যোগ দিতে হবে।
এদিকে সরকার দিল্লি সীমান্তে মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২৬ জানুয়ারির ঘটনায় এপর্যন্ত ৪৪টি মামলা দায়ের হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত ১২৮ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আকাশ প্রীত সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ, যার বিরুদ্ধে একজন সিআইএসএফ জওয়ানকে তলোয়ার নিয়ে তাড়া করার অভিযোগ ছিল।