আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ নভেম্বর: দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে উত্তর ২৪ পরগনার হাবড়া ও অশোক নগরে পথ অবরোধ করল বিজেপি কর্মীরা। হাবড়া এক নম্বর রেলগেট এলাকায় বিজেপির পক্ষ থেকে হাবড়া এক নম্বর রেলগেটের সামনে রাস্তায় বসে শুয়ে বিজেপি কর্মীদের রাস্তা অবরোধ কর্মসূচি চলে।
অন্যদিকে, দিলীপ ঘোষের কনভয়ে হামলার প্রতিবাদে অশোকনগর বিল্ডিং মোড় যশোর রোডে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে। বিজেপি কর্মীদের বক্তব্য, বিজেপি কর্মীদের উপর আক্রমন তারা মেনে নেবে না। আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে তারা।