আমাদের ভারত, ৬ মার্চ: উত্তর-পূর্ব ভারতে বিনিয়োগের দ্বার উন্মোচন করতে কলকাতায় শুক্রবার হতে চলেছে একটি রোড শো। মোদী সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে এই রোড শো হবে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই রোড শোতে উপস্থিত থাকবেন। উত্তর ও পূর্বাঞ্চলের রাজ্যগুলির সরকার ফিকি, ইনভেস্ট ইন্ডিয়ার সহযোগিতায় এই রোড শো- এর আয়োজন করা হয়েছে।
হোটেল জে ডাব্লু ম্যারিয়ট থেকে সকাল সাড়ে দশটায় এই পদযাত্রা শুরু হবে। ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক এবং শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যান উপদেষ্টা ধর্মবীর ঝাঁ এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির পদস্থ কিছু প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই পদযাত্রায়।
উত্তর-পূর্বে বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনে প্রাক কর্মসূচির অংশ এই পদযাত্রা। এতে উত্তর পূর্বের আটটি রাজ্য যথা অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরার প্রতিনিধিরা যোগ দেবেন। রাজ্যগুলি পরিকাঠামো সহ কৃষি, সহযোগী শিল্প, তথ্যপ্রযুক্তি, বস্ত্র, তাঁত বস্ত্র শিল্প, পর্যটন ও আতিথিয়তা শিক্ষা ও স্বাস্থ্য পরিসেবা, বিনোদন ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হবে।
উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক আয়োজিত উত্তর-পূর্ব বিনিয়োগকারী শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য বিনিয়োগ আকর্ষণ করা ও এই রাজ্যগুলিতে অর্থনৈতিক উন্নয়নকে উজ্জীবিত করা।
কলকাতায় এই পদযাত্রা করার লক্ষ্য হলো বিনিয়োগকারীদের রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মঞ্চ তৈরি করে দেওয়া। উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে কলকাতার যে কৌশলগত নৈকট্য রয়েছে তা বিনিয়োগের জন্য এক আদর্শ প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা। এর ফলে প্রধানমন্ত্রীর বিকশিত ভারত বিকশিত উত্তর-পূর্ব দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের আরও কিছুটা গতি আসবে বলে মনে করা হচ্ছে।
কলকাতায় অনুষ্ঠিত এই পদযাত্রা উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন যাত্রায় অংশগ্রহণে আগ্রহী অনেককে তথা সম্ভাব্য বিনিয়োগকারীকে আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।