পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ আগস্ট: আজ দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় অস্থি ও সন্ধি দিবস। দেশের পাশাপাশি ঝাড়গ্রামে ঝাড়গ্রাম অর্থ ক্লাবের পক্ষ থেকে অভিনব উদ্যোগের মধ্যে দিয়ে জাতীয় অস্থি ও সন্ধি দিবস পালন করা হয়।
অস্থি চিকিৎসকরা চিকিৎসা করতে গিয়ে দেখেছেন তাদের বেশিরভাগ রোগীরই দুর্ঘটনার কারণে হাড় ভাঙ্গে। কাতর যন্ত্রণায় ছটফট করে তারা। দায়িত্ব সহকারে তাদের চিকিৎসা করে সুস্থ করেন অস্থি চিকিৎসকরা। কিন্তু দিনের পর দিন পথ দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় হাড় ভাঙ্গার সংখ্যাও বেড়ে চলেছে। তাই সাধারণ মানুষকে আগাম সচেতন করতে জাতীয় অস্থি ও সন্ধি দিবসে ঝাড়গ্রাম শহরে পথ নিরাপত্তার প্ল্যাকার্ড হাতে নিয়ে পদযাত্রা করে অস্থি চিকিৎসক সহ ঝাড়গ্রামের অন্যান্য চিকিৎসকরা।
রবিবার সকালে ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্ক থেকে পথ নিরাপত্তাকে সামনে রেখে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়। ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড় পরিক্রমা করে সুভাষ পার্কের মোড় হয়ে আবার রবীন্দ্র পার্কে এসে পদযাত্রাটি শেষ হয়। পদযাত্রার মধ্যে মূলত ট্রাফিক নিয়মগুলি তুলে ধরা হয়। কিভাবে গাড়ি চালানো উচিত, সর্বদা হেলমেট পরে বাইক চালানোর প্রয়োজন, জনবহুল এলাকায় দ্রুত গতিতে গাড়ি চালানো যাবে না এবং সর্বদা ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানো উচিত এই সমস্ত বিষয় পদযাত্রার মাধ্যমে তুলে ধরেন চিকিৎসকরা।
এদিনের পদযাত্রায় ঝাড়গ্রামের চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ। ঝাড়গ্রামের অস্থি চিকিৎসক ডাঃ মৃণাল সাহা এবং ডাঃ সব্যসাচী সাঁতরা বলেন, “আমরা অস্থি চিকিৎসক। চিকিৎসা করার সময় দেখি আমাদের বেশিরভাগ রোগীর পথ দুর্ঘটনার কারণে হাড় ভাঙ্গে। ভারতবর্ষে দিনের পর দিন পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। তাই পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষের কী কী করণীয় তা আমরা একটি পদযাত্রার মধ্য দিয়ে তুলে ধরেছি। মানুষ যদি ট্রাফিক নিয়ম মেনে চলে এবং পথ দুর্ঘটনার সংখ্যা কমে যায় তাহলে বহু মানুষ সুরক্ষিত থাকবে”।
ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন, “চিকিৎসকরা সাধারণ মানুষের পথ নিরাপত্তার কথা মাথায় রেখে যে কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই।”