কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ আগস্ট:
দাসপুর ২ নম্বর ব্লকের খেপুত এবং দুধকোমরা পঞ্চায়েতের মাঝের রাস্তায় ধস নামায়া ঘটল বড়সড় বিপত্তি। এরফলে দাসপুর থানার গোপীগঞ্জ বাজারের সঙ্গে কুলটিকরি, মাগুরিয়া, কাশিয়াড়া যোগাযোগ বিচ্ছিন্ন। বুধবার সকালে এই ঘটনায় হতবাক গ্রামবাসীরা।

জানা গগেছে, মাস ছয়েক আগে এই রাস্তাটি তৈরী হয়েছিল। গোমরাই খালের উপর ব্রিজের সংযোগস্থলে নীচের মাটি বসে গিয়ে রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন।এতেই চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। রাস্তা অচল হয়ে যাওয়ায় সাধারন মানুষ অসুবিধায় পড়েছে। এই রাস্তা অচল হয়ে যাওয়ায় ৮ কিমি ঘুরে জোতঘনশ্যাম বাজার দিয়ে গোপীগঞ্জ পৌছতে হবে। ভেঙ্গে বসে যাওয়া রাস্তা কীভাবে ঠিক করা যাবে তার চেষ্টা করছে প্রশাসনের কর্মকর্তারা।

