আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৭ জানুয়ারি:
বেহাল রাস্তা সারানো ও জল নিকাশির দাবিতে পথ অবরোধ। অবরোধে আটকে থাকলেন জেলা পুলিশ সুপার। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বুড়ারি বাজারে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের। আর এই অবরোধের জেরে ব্যাপক জানজট হয়। অবরোধ চলছে প্রায় দুঘন্টা ধরে। এলাকায় উত্তজনা ঘটনাস্থলে পুলিশ যায়।
দীর্ঘদিন ধরে বুড়ারী বাজার থেকে চিত্রা বাজার পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। খানা খন্দে ভরে গিয়েছে। আর মির্জাপুরের খাল দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জল নিকাশি বন্ধ। এলাকার চাষের জমিতে জল জমে থাকায় চাষ বন্ধ। আজ ওই রাস্তায় সরকারি ভাবে কিছু মোরাম ফেলে সংস্কারের কাজ শুরু হয়। গ্রামবাসীরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায়। রাস্তা অবরোধ করে। পুলিশ এলে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। তৃণমূলের উপপ্রধানকে ঘিরেও বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা।