সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ সেপ্টেম্বর: সংস্কারের অভাবে বেহাল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। উত্তর ২৪ পরগণার অশোকনগর থানার বিল্ডিং মোড় থেকে ৮ নম্বর পর্যন্ত ১ কিলোমিটার ও মহিষপুকুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা। অন্যদিকে জিরাট রোড থেকে অশোকনগর কল্যাণগড় মোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার চরম বেহাল দশা। অভিযোগ, অশোকনগরের সমস্ত রাস্তা বেহাল। বারবার সরকারি দফতরের জানিয়েও কোনও লাভ হয়নি। এর প্রতিবাদে অবরোধ নামেন কংগ্রেস সহ এলাকার বাসিন্দারা। অবরোধের ফলে চরম সমস্যায় পড়তে হয় অফিস যাত্রী সহ পরীক্ষার্থীদের।
অভিযোগ, গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে অংসখ্য খানাখন্দ তৈরি হয়েছে। এক দিনের বর্ষায় ওই সব গর্তে জল জমে প্রায় ডোবার পরিণত হয়েছে। যাতায়াত করাই দুষ্কর হয়ে উঠেছে বলে স্থানীয় বাসিন্দারদের অভিযোগ। এই একমাত্র রাস্তা দিয়েই নিত্যদিনের যাতায়াত। বেহাল রাস্তার কারণে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এর প্রতিবাদে কংগ্রেস সহ এলাকার বাসিন্দারা অবরোধ করেন। প্রতিদিন এই রাস্তা দিয়ে কমবেশি কয়েক হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন। চলে অসংখ্য ট্রাক, বাস সহ বিভিন্ন গাড়ি। খানাখন্দে ভরপুর রাস্তাটিতে প্রাতিদিনই ঘটছে ছোট খাট দুর্ঘটনা। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষ থেকে জাতীয় কংগ্রেসের নেতারা।
স্থানীয় বাসিন্দারদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের পৌরসভা ও পূর্ত দফতরের কোনও হেলদোল নেই। দীর্ঘ সময় অবরোধ চলার ফলে এলাকায় যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে অফিস ও পরীক্ষার্থীদের গাড়ি। খবর পেয়ে ঘটনা স্থলে আসে অশোকনগর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।