আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ সেপ্টেম্বর:
দীর্ঘ দিন ধরে রাস্তার অবস্থা বেহাল। সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দা থেকে ব্যাবসায়ীদের। ঘটনা স্থলে পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা হাবড়া থানার জিরাট রোড সহ এক নম্বর রেলগেট এলাকায়।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাবড়া জিরাট রোড সহ ১
নম্বর রেলগেট ও তার পার্শ্ববর্তী রাস্তার অবস্থা বেহাল হয়েরয়েছে। খানাখন্দে ভর্তি হয়ে পড়ায়
যখন তখন ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা।সাধারণ মানুষকে চলাচলের জন্য সমস্যায় পড়তে হচ্ছে।
রাস্তা খারাপ হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে
গাড়ির চালকরা। মুখোমুখি পড়তে হচ্ছে
বিপরীত দিক থেকে আসা অন্য গাড়ির সামনে কিংবা
একই দিক থেকে আসা গাড়ির একেবারে
পিছনে। যদিও সমস্ত স্কুল কলেজ
খোলা না থাকলেও শুরু হয়েছে প্রাইভেট টিউশন ও কোচিংয়ে পড়াশোনা। তাই ছাত্রছাত্রীরা জীবন হাতে করে সাইকেলে নিয়ে এর মধ্যে দিয়ে যাতায়াত করছে।যে কোনও মূহুর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।
এরই মধ্যে কারও আবার সাইকে বা বাইক নিয়ে পড়ে গিয়ে হাত বা পা ভাঙ্গছে।
স্থানীয় ব্যবসায়ী কানু চক্রবর্তী, শুভঙ্কর রায় বলেন, স্থানীয় প্রশাসন ও
বিডিও অফিসে লিখিতভাবে জানিয়েও কোনও সদুত্তর
মেলেনি বলে জানালেন ভুক্তভোগীরা।
পূর্ত দপ্তর সমস্ত কিছু জেনেও কোনও ব্যবস্থা নেয়নি।তাই বাধ্য হয়ে সোমবার হাবড়া-জিরাট রোড এলাকার ব্যবসায়ীরা ও স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করে। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গেলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পরে হাবড়া থানা পুলিশ গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা
বলেই সুষ্ঠু সমাধানের চেষ্টাকরে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়। অবরোধের ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এখন দেখার কবে ঠিক হবে এই রাস্তার বেহাল দশা।