আমাদের ভারত, বনগাঁ, ১৮ নভেম্বর: ইলেকট্রিক সাপ্লাইয়ের গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পিজুস হালদার নামে এক ব্যাক্তি। ক্ষতিপূরণ চাইতে গেলে অস্বীকার করেন সাপ্লাইয়ের কর্মীরা। প্রতিবাদে অফিস ঘিরে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার সিংজল এলাকায়। প্রায় তিন ঘণ্টা ধরে এই অবরোধ চলার পর সাপ্লাইয়ের আধিকারিদের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসী।
শুক্রবার গাইঘাটার সিংজল এলাকার বাসিন্দা পিজুস হালদার ঠাকুরনগর থেকে তার ছেলেকে স্কুল থেকে স্কুটি করে নিয়ে বাড়ি ফিরছিলেন।সেই সময় ঠাকুরনগর মানিকহীরা এলাকায় ঠাকুরনগর ইলেকট্রিক সাপ্লাইয়ের একটি গাড়ি পেছন থেকে এসে ধাক্কা মারে। পিজুসবাবুকে আশঙ্খাজনক অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি বেসকারি নার্সিং হোমে ভর্তি করা হয়।
দুর্ঘটনার সময় সাপ্লাইয়ের কর্মীরা চিকিৎসার দায়িত্ব নেয়।সোমবার স্থানীয়রা ঠাকুরনগর ইলেট্রিক সাপ্লাইয়ের অফিসে গিয়ে ক্ষতিপূরণের দাবি করলে সাপ্লাইয়ের কর্মীরা তা দিতে অস্বীকার করেন। এমনকি তারা জানিয়ে দেয় গাড়িটি তাদের ছিল না। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা ঠাকুরনগর ইলেকট্রিক সাপ্লাই অফিস ঘিরে বিক্ষোভ দেখান ও পরে রাস্তা অবরোধ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সাঙ্গে শুরু হয় বচসা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি উচিয়ে তাদের দিকে তাক করে এবং টেনে হিঁচড়ে কয়েক জনকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়।