আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: ২০০৮ সালে তদানীন্তন কেন্দ্রীয় সরকার কৃষকদের কৃষি ঋণ মুকুবের কথা ঘোষণা করেন। কেন্দ্রীয় সরকারের সেই মুকুব হওয়া কৃষিঋণ জোর করে আদায় করছে ব্যাংক বলে অভিযোগ কৃষকদের। কৃষকদের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ জোরপূর্বক লোক নিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে ভয় দেখাচ্ছেন।
জেলাশাসককে আগে এই ব্যাপারে তারা ডেপুটেশন দিয়েছেন। আজ সেই মুকুব হওয়া ঋণ না আদায় করার দাবিতে তমলুকে জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে কৃষক সংগ্রাম সমিতির কয়েক হাজার কৃষক। পুলিশ সুপারের কাছে কৃষকরা স্মারকলিপিও দেন। জেলা পুলিশ সুপারের অফিসের সামনের মেচেদা হলদিয়া রাজ্য সড়ক অবরোধ করে কৃষকরা। পরে পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়ের আশ্বাসে অবরোধ ওঠে।