Road blockade, Debra, চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃ*ত্যু, পথ অবরোধ ডেবরায়

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুবল সোরেন (৩৫) প্রয়াত। শুক্রবার সকালে তিনি মারা যান।

জানা গিয়েছে, ১১ অগস্ট তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা এই শিক্ষককে চিকিৎসার জন্য কলকাতায় ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি।

সুবল সোরেনের মৃত্যুর পরেই ফের সরব হয়েছেন তাঁর সহযোদ্ধারা। সুবল সোরেনের দেহ যখন বাড়ির পথে নিয়ে যাওয়া যাচ্ছিল সেই সময় ডেবরার ১৬নং জাতীয় সড়ক অবরোধ করে শিক্ষক অশিক্ষিক ও আদিবাসী সংগঠনের পক্ষ থেকে প্রায় এক ঘন্টা পথ অবরোধ হয়। পরে পুলিশের হস্তক্ষেপ অবরোধ তুলে দেওয়া হয় এবং পুলিশ ৮ জনকে আটক করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *