ভূমি সংস্কার ত্রুটি সংশোধনের দাবিতে পুরুলিয়ার হুড়ায় পথ অবরোধ ‘দুর্নীতি বিরোধী জমি রক্ষা সংগ্রাম কমিটি’র

সাথী দাস, পুরুলিয়া, ২৮ জানুয়ারি: ভূমি সংস্কার ত্রুটি সংশোধনের দাবিতে পুরুলিয়ার হুড়ায় বিক্ষোভ মিছিল করল ‘দুর্নীতি বিরোধী জমি রক্ষা সংগ্রাম কমিটি’। জমির নথিভুক্তকরণে ভোগান্তি হয়রানির মুখোমুখি হওয়া হুড়া ব্লকের বিভিন্ন প্রান্তের স্থায়ী স্থাবর সম্পত্তির ভোগ দখলকারীরা যোগ দেন ওই মিছিলে। হুড়া ব্লক সদরে ওই মিছিলে ব্লক আধিকারিক সহ দফতরের অসহযোগিতার বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা। মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি নন্দলাল মাহাতো ও সম্পাদক স্বপন কুমার মুর্মু। তাঁরা জানান, ভূমি সংস্কার ত্রুটি সংশোধন এবং জমির নথিভুক্ত করার কাজ সহজভাবে করতে হবে। ব্লক অফিসে গিয়ে হয়রানি হচ্ছেন অধিকাংশ মানুষ। কাজ না হওয়াতে সরকারি সমস্ত রকমের বিশেষ করে কৃষক বন্ধু প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকছেন কৃষকরা। এছাড়া ভূমি সংস্কারের ব্লক অফিসে দালাল চক্র এবং একাংশ দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের প্রতি নজর রাখার জন্য আধিকারিকের কাছে আবেদন জানাচ্ছি।”

সংগঠনের পক্ষ থেকে দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি দেওয়ার জন্য বারবার সময় দেওয়া হয় আধিকারিকের পক্ষ থেকে। আধিকারিকের অনুপিস্থিতির কারণে তা  বিফলে যায়। আজ এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত দফতরের উচ্চ পদস্থ অধিকারিককে কাছে পেয়ে ক্ষোভ ও দাবি উগরে দেন তাঁরা। ওই আধিকারিক বিক্ষোভকারীদের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *