পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট: বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে একজোট হয়ে বিক্ষোভ ও পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। বছরের পর বছর এই দাবি জানিয়ে কোনো লাভ হয়নি। অবশেষে বেহাল রাস্তার হাল ফেরাতে আন্দোলনের পথ বেছে নিল বাসিন্দারা। এই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুঁয়া ১০ এর ১ অঞ্চলের ইসলাম পুর বুথ এলাকার।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ ১০ বছর ধরে ইসলামপুর থেকে মহেশপুর পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। বার বার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। এরপর গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে ডেবরা- সবং রাজ্যে সড়ক অবরোধ করে৷ এতে সামিল হন ছাত্রছাত্রীরা। তাঁরা হুঁশিয়ারি দেয়, প্রশাসন আশ্বাস না দিলে পথ অবরোধ চলবে।এই অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।