আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ জানুয়ারি: ময়নায় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ গ্রামবাসীদের। গৃহবধূকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তারের দাবিতে এই অবরোধ।
গত ২৩ নভেম্বর তমলুক থানার শিমুলিয়া গ্রামের গৃহবধূ মুস্কান বিবিকে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। মৃতার বাপের বাড়ির লোকজন তমলুক থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ ময়না ও শ্রীরামপুরের মধ্যে রাস্তা অবরোধ করে। হাতে পোস্টার নিয়ে আগুন জ্বালিয়ে অবরোধ করে মৃতার পরিবারের ও প্রতিবেশী মানুষজন। সকাল ৯ টা থেকে শুরু হওয়া অবরোধের জন্য উত্তেজনা ও যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ ও র্যাফ। মৃতার স্বামী সেখ মেহেবুবকে গ্রেফতারের দাবিতে এই অবরোধ ও বিক্ষোভ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।