হীরাপুর গ্রামে পাকা ব্রিজের দাবিতে আগুন জ্বালিয়ে পথ অবরোধ, পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ মার্চ: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেড়িয়াচক গ্রাম পঞ্চায়েত হীরাপুর গ্রামে সোয়াদিঘি খালের উপরে কাঠের সেতু বেশ কয়েক বছর ধরে ভগ্নপ্রায়। প্রায় প্রতিদিন ছোটো বড়ো দুর্ঘটনা লেগেই থাকে। এই কাঠের সেতুর উপর দিয়ে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। পাশাপাশি উচ্চ বিদ্যালয় ও প্রাইমারি বিদ্যালয়ের প্রচুর ছাত্রছাত্রীদের যাতায়াত করে। এছাড়াও বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের মূল ব্রিজ এটা। কিন্তু বার বার প্রশাসনকে ব্রিজ মেরামতের কথা জানিয়েও কোনো সুরাহা হয়নি। ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। আর ভোট চলে গেলে সেতু সংস্কার এর কোনো উদ্যোগ দেখা যায় না এমনটা। প্রশাসনের তাই আজ প্রায় সকাল দশটা থেকে গ্রামের মানুষ জন রাস্তায় বাঁশ দিয়ে ঘিরে রাস্তায় আগুণ জ্বালিয়ে অবরোধ করতে থাকে।

বিক্ষোভের কথা জানতে পেরে ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিস ও কোলাঘাট ব্লকের বিডিও হাজির হয়ে আবরোধকারীদের সঙ্গে আলোচনা করতে যান যাতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। তবে আন্দোলনকারীরা অবরোধ তুলতে নারাজ হয়। এলাকায় উত্তেজনা বাড়ে। এরপর উত্তেজিত এলাকার মানুষ কোলাঘাট ব্লকের বিডিও ও কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতিকে দেড়িয়াচক গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পরে অবশেষে বিডিওর প্রতিশ্রুতিতে আজকের মত বিক্ষোভ ওঠে। অবশেষে ভিডিও কাঠের ব্রিজ সারানোর প্রতিশ্রুতি দেন এবং পাকা ব্রিজ এর দাবি তিনি রাজ্যস্তরে পাঠাবেন প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে এবং বিক্ষোভ আজকের মত বন্ধ হয়। তবে কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে আবার বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *