সাথী দাস, পুরুলিয়া, ১ নভেম্বর: জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা)র জল প্রকল্পে কাজের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। পুরুলিয়ার মানবাজার থানার পাইরাচালি রাস্তায় অবরোধ করেন স্থানীয়রা।
অবরোধকারীদের দাবি, স্থানীয় দক্ষ ও অদক্ষ প্রচুর বেকার যুবক থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে বহিরাগতদের কাজের সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া জমি দাতারাও বঞ্চিত হচ্ছেন। এটা মেনে নেওয়া হবে না বলে কাজ বন্ধ করার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। মানবাজার থেকে বাঁকুড়াগামী ওই রাস্তা অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
বাইরের থেকে লোক নিয়োগের অভিযোগকে ঘিরে আজ উত্তপ্ত হয়ে উঠে মানবাজার পায়রাচালী রাস্তার উপর সামদা গ্রাম সংলগ্ন এলাকা। গ্রামের বাসিন্দারা পথ অবরোধ করে ও জল প্রকল্পের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। মানবাজার পায়রাচালী রাজ্য সড়কের উপর প্রায় দেড় ঘণ্টা ধরে চলে অবরোধ। পরে মানবাজার থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।