সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ নভেম্বর: জেলাজুড়ে পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। চলতি সপ্তাহে সোমবার থেকে বুধবার পর্যন্ত জেলায় বেশ কয়েকটি পথ দুর্ঘটনা ঘটেছে। বুধবার সকালে হিড়বাঁধের রাঙামেটিয়ায় একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। এই ঘটনাটি বাঁকুড়া-খাতড়া দু’ নম্বর রাজ্য সড়কের রাঙামেটিয়ার।
স্থানীয় সূত্রে জানা যায় যে, গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বট গাছে জোরে ধাক্কা মারে। এতে আহত হন ওই গাড়িতে থাকা এক চিকিৎসক ও চালক। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান দু’জন। পুলিশ আহতদের খাতড়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
অন্যদিকে মঙ্গলবার গঙ্গাজলঘাঁটির লাগাপাড়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় কামাক্ষা নন্দী নামে এক মোটর সাইকেল আরোহীর। এই ঘটনায় গুরুতর আহত হন আরেক মোটর সাইকেল আরোহী। তাদের বাড়ি সদানন্দপুর।
অন্যদিকে বাঁশি এলাকা থেকে ডিউটি থেকে বাড়ি ফেরার পথে জগদ্দলে দুর্ঘটনায় আহত হন বাঁকুড়া সদর থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার উজ্জ্বল শীট। তার মৃত্যু হয় মঙ্গলবার।
সম্প্রতি মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে একটি চারচাকার গাড়ি ধাক্কায় গুরুতর আহত হয়েছিল সে। তাকে প্রথমে বাঁকুড়া ও পরে দুর্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। সেখানেই তার মৃত্যু হয়।

