জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: দাসপুর এক নম্বর ব্লকের কলমিজোড়ে কংসাবতী নদীর বাঁধ ভেঙ্গে বিপত্তি দেখা দিয়েছে। নদীতে হঠাৎ জল বেড়ে যাওয়ায় আজ মঙ্গলবার সকালে বাঁধ ভেঙ্গে যায়। এই ব্লকে বোরো ধান চাষের জন্য নদীতে বাঁধ দিয়ে জল ধরে রাখা হয়েছিল।
এলাকাবাসীদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগেই এই বাড়তি জল ধরে রাখতে বহু টাকা খরচ করে নদীবাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই নদী বাঁধ ভেঙ্গে হু হু করে জল ঢুকতে থাকায় এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঁধের কাজ করতে প্রচুর পরিমাণে অর্থ খরচ হলেও উপযুক্ত মানের কাজ করা হয়নি বলেই অল্প সময়ের মধ্যে নদীবাঁধ ভেঙ্গে গিয়ে এই বীভৎস পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ।