পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ মে: নদী বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়েই বালুরঘাটে আত্রেয়ীর উপর তৈরি হচ্ছে রিভার ড্যাম। বুধবার বালুরঘাটের ডাকরা এলাকায় রিভার ড্যাম পরিদর্শন করে রাজ্যের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ তুললেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তাঁর অভিযোগ, রিভার ড্যাম নির্মাণের আগে নদী বিশেষজ্ঞদের কোনো পরামর্শ নেয়নি রাজ্য সরকার। আর যার জেরে ইতিমধ্যে বালুরঘাট শহরতলির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পানীয় জলের হাহাকার। শুধু তাই নয়, শুরুতেই অতি নিম্নমানের কাজ হওয়ায় ইতিমধ্যে ভেঙ্গে তলিয়ে গেছে ড্যামের একাংশ। ভেঙ্গে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে আত্রেয়ীর পাড়ের বাসিন্দাদের ঘরবাড়িও। যা নিয়েই এবারে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে ভারতে বয়ে আসা আত্রেয়ী নদীতে জলের সমস্যার কারণে বেশ কয়েক বছর ধরে চরম দুর্দশায় পড়ছিলেন এপারের ভারতীয় কৃষকরা। বছরের একটি নির্দিষ্ট সময়ে আত্রেয়ীতে জলস্ফীতি থাকলেও খরার সময়েই মূলত সমস্যায় পড়ছিলেন কৃষকরা। যার কারণ হিসাবে উঠে আসে বাংলাদেশের রাবার ড্যাম নির্মাণ। দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকার কৃষকদের দীর্ঘদিনের সমস্যা উপলব্ধি করে বর্ষার অতিরিক্ত জল ধরে রাখতে বালুরঘাটে আত্রেয়ীর উপর ড্যাম নির্মাণের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। যা রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে একটি অন্যতম প্রকল্প।
শহরের চকভবানী এলাকা থেকে ডাকরা পর্যন্ত আত্রেয়ীর বুক চিরে দীর্ঘ বেশকিছুদিন ধরে যার নির্মাণ কার্য শুরু হয়েছে। দিনরাত এক করে তড়িত গতিতে চলছে সেই ড্যাম নির্মাণের কাজ। যেখানেই উঠে এসেছিল কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার নিম্নমানের কাজের অভিযোগ। ড্যামের নির্মাণ কার্য সম্পন্ন না হতেই একপাশ খুলে দিয়ে চলছিল আত্রেয়ীর জল বের করে দেওয়ার প্রক্রিয়া। যে জলের গতিতেই ইতিমধ্যে ড্যামের বেশকিছু অংশ ভেঙ্গে তলিয়ে গিয়েছে বলে অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। ফাটল ধরে রয়েছে আরো বেশকিছু অংশে বলেও দাবি তাদের। যা নিয়েই রীতিমতো আতঙ্কও তৈরি হয়েছে ডাকরা এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের কাজের জন্য ভেঙ্গে বসে গিয়েছে ড্যাম। বড় বড় ফাটলের জেরে পাড় ভেঙ্গে যাবার আশঙ্কাও তৈরি হয়েছে এলাকায়। বর্ষার শুরুতেই যে ভাঙ্গনে তলিয়ে যেতে পারেন তারা এমনটাও আশঙ্কা করছেন আত্রেয়ীর পাড়ের বাসিন্দারা। যে খবর পেতেই এদিন সকালে সেখানে ছুটে যান বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘুরে দেখেন নবনির্মিত আত্রেয়ী ড্যামের বিস্তৃর্ণ এলাকা। আর এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনির্মিত ওই ড্যাম নিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, নদী বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়ে রাজ্য সরকার আত্রেয়ীর বুকে এই খামখেয়ালিপনা করছে। যার জেরে ইতিমধ্যে বালুরঘাট শহরের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সঙ্কট শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ড্যাম নির্মাণেও অতি নিম্নমানের কাজ চলছে। যার জেরে আত্রেয়ীর জল ছাড়তেই ড্যামের একাংশ ভেঙ্গে তলিয়ে গিয়েছে নদীগর্ভে। বর্ষার মুখে ভেঙ্গে তলিয়ে যাবার আশঙ্কা তৈরি হয়েছে আত্রেয়ীর পাড়ের বাসিন্দাদের বাড়িঘরেরও।
সাংসদ সুকান্ত মজুমদার বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক অবস্থান বজায় রেখে রাবার ড্যাম নির্মাণ করেছে। যার কারণে সে দেশে তেমন কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কোনো নদী বিশেষজ্ঞর পরামর্শ না নিয়েই খামখেয়ালীপনা চলছে। যার খেসারত গুনতে চলেছে সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রকের দ্বারস্থ হচ্ছেন।

