‘ঋতবাক’ শুরু করছে ‘বার্ষিক স্মারক বক্তৃতা’, প্রথমবারের বিষয় গৌরকিশোর ঘোষ

আমাদের ভারত, ৮ আগস্ট: প্রকাশনা সংস্থা ‘ঋতবাক’ শুরু করছে ‘বার্ষিক স্মারক বক্তৃতা। প্রথম বছরের বিষয় শতবর্ষে গৌরকিশোর ঘোষ। আগামী ৩০ আগস্ট এ বিষয়ে বলবেন বিশিষ্ট সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য। সোমবার সংস্থার তরফে এ খবর জানান, সুস্মিতা বসু সিং।

এ ছাড়াও, এ বছর থেকে শুরু হল সংস্থার ‘গোপেশ্বরী দেবী স্মৃতি সম্মাননা’। সারস্বত চর্চায় বিশেষ অবদানের জন্য এবারের প্রাপক বিশিষ্ট সাহিত্যিক আনসারুদ্দিন। সুস্মিতা জানান, “দেখতে দেখতে আট পেরিয়ে নয়। এসে গেল আরও একটি জন্মদিনের শুভক্ষণ। ঋতবাক নবম বর্ষে পদার্পণ করল। এই ন’বছর বয়সটা বেশ রোমাঞ্চকর। শিশুরা যখন নয়ের ঘরে, কোথায় যেন কিছু একটা ঘটে যায় তাদের ব্যক্তিত্বের অন্দমহলে। এই বিশেষ জন্মদিনটি স্মরণীয় করে রাখতে আমাদের উদ্যোগ একাধিক। ৩০ আগস্ট সন্ধে পৌনে ছ’টায় নেহরু চিল্ড্রেন্স মিউজিয়ামে হবে অনুষ্ঠান। এর শেষ ভাগে থাকছে একগুচ্ছ নতুন বই প্রকাশ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *