মাস্ক, রাখি পরিয়ে অভিনব রাখিবন্ধন উৎসব পালন রিষড়া থানার, শেওড়াফুলীতে মাস্ক বিলি করে সচেতনতার প্রচার

আমাদের ভারত, হুগলী, ৩ আগস্ট: অন্যান্য বছরের তুলনায় এবারের রাখিবন্ধন সম্পুর্ন আলাদা। করোনার আবহে ভাই ও বোনের এই বন্ধনের দিনটাও কোনোমতে পালিত হচ্ছে। হুগলী জেলার বিভিন্ন প্রান্তেও আজ অনুষ্ঠিত হচ্ছে এই রাখিবন্ধন উৎসব। শ্যাওড়াফুলীতে কাউন্সিলের উদ্যোগে রাখির সঙ্গে হল সচেতনতার প্রচার।

করোনা আবহে ভাই ও বোনের বন্ধনের মাঝেও চলে এলো মাস্ক। মাস্কের অনুকরণে রাখি পরানো হল রিষড়া থানা এলাকায়। বন্ধন দৃঢ় হল মাস্ক–রাখির মাধ্যমে। চন্দননগর কমিশনারেটের ডি সি পি ২ ঈশানী পাল এদিন পথচলতি মানুষ থেকে সহকর্মী, সবাইকে রাখি পরান। করোনার আবহেই বন্ধন দৃঢ় করতে মাস্ক ও চকলেট উপহার হিসেবে পেল ভাইয়েরা।

অন্যদিকে বৈদ্যবাটি পুরসভার শেওড়াফুলীতেও স্থানীয় কাউন্সিলর সুবীর ঘোষের উদ্যোগে পালিত হল রাখি বন্ধন। প্রতি বছর খুব ধুমধাম করে রাখি বন্ধন পালন হলেও এবছর মাস্ক বিলি করে এই উৎসব পালন করা হয়। পথচলতি সাধারন মানুষের হাতে তুলে দেওয়া হয় মাস্ক সাথে সচেতনতার প্রচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *