Himant, Trump, বিশ্বজুড়ে ডানপন্থী নেতারা উগ্র বামপন্থীদের টার্গেট, কোনো হামলাই জাতীয়তাবাদী আদর্শকে পরাজিত করতে পারবে না, ট্রাম্পের পাশে হিমন্ত বিশ্বশর্মা

আমাদের ভারত, ১৪ জুলাই: প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা হয়েছে। পেনসিলভেনিয়ায় সভায় ভাষণ দেওয়ার সময় গুলি তার কান ঘেঁষে বেরিয়ে যায়। এই ঘটনার প্রতিক্রিয়ায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, গোটা বিশ্বে দক্ষিণপন্থী নেতারা এখন উগ্র বামেদের টার্গেট। যদিও এই ধরনের হামলা জাতীয়তাবাদী আদর্শকে পরাজিত করতে পারবে না।

ট্রাম্পের হামলার ঘটনার পর আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় হিমন্ত একটি প্রতিবাদী পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, শারীরিক হামলা হোক বা অন্য কোনভাবে, বিশ্বজুড়ে ডানপন্থী নেতারা এখন উগ্র বামপন্থীদের টার্গেট। যদিও এই ধরনের হামলা জাতীয়তাবাদী আদর্শকে পরাজিত করতে পারবে না, কারণ গভীর আধ্যাত্মিক বোধের শিকড় জননী জন্মভূমি চ স্বর্গাদপি গরীয়সী থেকে এই ভাবনায় অনুপ্রাণিত। আমার শুভকামনা রইল ডোনাল্ড ট্রাম্পের প্রতি। তিনি সাহসের পরিচয় দিয়েছেন।

হিমন্ত স্ট্যান্ড উইথ ট্রাম্প এবং ন্যাশন ফার্স্ট হ্যাশট্যাগ ব্যবহার করেছেন নিজের পোস্টে।

প্রসঙ্গত পেনসিলভেনিয়ায় একটি নির্বাচনী জনসভা করছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু সেই গুলি কান ছুঁয়ে বেরিয়ে যায় ট্রাম্পের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। ট্রাম্পের উপর হামলার ঘটনায় নিন্দা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন তদন্তকারী সংস্থা। গুরুতর আহত হয়েছেন আরো দুই ব্যক্তি। তবে সুস্থ রয়েছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী ট্রাম্প। পরে নিজেই তার ভয়াবহ অভিজ্ঞতা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, “বুলেট আমার কানের ওপরের অংশ ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। বুলেট আমার ত্বক ছুঁয়ে যেতেই বসে পড়ি। খুব রক্ত পড়ছিল। বুঝতে পারছিলাম ঠিক কী ঘটে গিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *