নীল বনিক, আমদের ভারত, কলকাতা, ১ মে: আলিপুরদুয়ারের চাল উদ্ধারের ঘটনা তৃণমূলের সাজানো নাটক। শুক্রবার সল্টলেকে একথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আলিপুরদুয়ারের মাদারিহাটে চাল চুরির ঘটনায় বিজেপি যুক্ত নয়। তবে এটা ঠিক যে ঘরটি থেকে চাল উদ্ধার হয়েছে। সেই ঘরটি বিজেপি একসময়ে ভাড়া নিয়েছিল। বিগত লোকসভা নির্বাচনে ঘরটি ভাড়া নিয়ে নির্বাচনী অফিস করেছিল, তবে বর্তমানে বিজেপি ঘরটির ভাড়া ছেড়ে দিয়েছে। আর সেই ঘর থেকে চাল উদ্ধার নিয়ে বিজেপিকে ফাঁসানো হচ্ছে।
চাল চুরি বিজেপি করে না। চাল চুরি তৃণমূলের পেশা। তৃণমূল বরং চাল চুরি করে দলের ফান্ড বৃদ্ধি করুক। আর মাদারিহাটের ঘটনা নিয়ে যারা মিথ্যে কথা বলছেন, তাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, প্রয়োজনে মিথ্যে গল্প তৈরি করা শাসক দলের নেতাদের নামে মামলা করবে রাজ্য বিজেপি। তারপর তৃণমূলের সেইসব নেতাদের এসে পা ধরতে হবে।

