আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ৩০ মার্চ: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাজপুর-সোনারপুর পৌরসভার ৩০ নং ওয়ার্ডের পৌরপিতা শ্রী সঞ্জিত কুমার চ্যাটার্জির মানবিক উদ্যোগ। সোমবার তিনি নিজের ব্যাক্তিগত অর্থে প্রত্যেককে ৪ কেজি চাল ও ২ কেজি আলু এবং একটি সাবান প্রদান করেন তার ওয়ার্ডে। বর্তমান সময়ে করোনার আতঙ্কে চলছে দেশজুড়ে লক ডাউন। দোকান বাজারে যেতে পারছেন না সাধারণ মানুষ। কাজ হারিয়ে অনেক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা চিন্তায় রয়েছেন। সেখানে এই উদ্যোগ সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়েছে। ওয়ার্ডের প্রায় ১০০০ জন মানুষের কাছে এই ভাবে তিনি প্রয়োজনীয় জিনিস তুলে দিয়েছেন এদিন।
সঞ্জিত বাবু বলেন, আমি আমার সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আগামীদিনেও যতটা সম্ভব হবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবো বলে জানান তিনি।