Arup Biswas, Power supply, বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সপ্তাহে দু’বার মন্ত্রীর পর্যালোচনা

আমাদের ভারত, ২৫ এপ্রিল: বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার চেষ্টায় সপ্তাহে দু’বার পর্যালোচনা বৈঠকে বসছেন। তাতে নিয়মিত থাকছেন বিদ্যুৎ সচিব ও বিদ্যুৎ দফতরের শীর্ষ কিছু আধিকারিক।

শুক্রবার দফতর সূত্রে জানা যায়, গ্রীষ্মের শুরুতেই পশ্চিমবাংলায় বিদ্যুতের চাহিদা দশ হাজার পেরিয়ে গিয়েছে। ২৪ এপ্রিল রাত ১১টায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার অধীন অঞ্চলে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১০,০৯০ মেগাওয়াট। গত বছর ১৬ জুন রাজ্যের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা উঠেছিল ১০,৫০৭ মেগাওয়াট। যা ছিল স্বাধীনতার পরবর্তী সময়ে সর্বকালীন রেকর্ড। আর এবার এপ্রিলেই তা ১০ হাজার মেগাওয়াট টপকে গিয়েছে। গতকাল সিইএসসি অঞ্চলে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ২৫০৭ মেগাওয়াট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *