আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: এনআরসি এবং সিএএ’র প্রতিবাদে সোমবার পথে নামলেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল সমর্থিত অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনের সদস্যরা। রিটায়ার্ড এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে সোমবার তাদের মেদিনীপুর কালেক্টরেটের কার্যালয় থেকে জেলা পরিষদ ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল শেষে কালেক্টরেট গেটের সামনে বিক্ষোভ দেখান ফেডারেশনের সদস্যরা। এনআরসি এবং সিএএ’র বিরুদ্ধে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বীরেন্দ্রনাথ গিরি এবং জেলা নেতা সুব্রত সরকার। তারা বলেন, সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়ে যাওয়ার পর দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে। ধর্মীয় মেরুকরণ করে কেন্দ্রের এই বিভেদ সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে ফেডারেশনর লাগাতার আন্দোলন চলবে।