ছবি: মৃত ব্যক্তির স্ত্রী(ওপরে)।
আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৯ ডিসেম্বর:
গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করলেন এক অবসরপ্রাপ্ত রেলকর্মী। এই ঘটনায় রেলকলোনী এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে আলিপুরদুয়ার জংশন রেলকলোনী এলাকায়।
জানাগেছে, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত রেল কোয়ার্টার এর পেছনে জঙ্গল থেকে ওই রেল কর্মীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই রেল কর্মীর নাম রামপ্রসাদ কাহার(৭২)।তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃতদেহের কাছ থেকে একটি ব্যাগ, কেরোসিনের বোতল উদ্ধার করেছে পুলিশ।একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অনুমান মানসিক অবসাদে ওই অবসরপ্রাপ্ত রেল কর্মী আত্মহত্যা করেছেন। বাড়িতে তার স্ত্রী, ছেলে ও মেয়ে রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। জংশন ও আলিপুরদুয়ার থানার পুলিশ যৌথভাবে ঘটনাটির তদন্ত শুরু করেছে।