স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩০ জুন: বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সেরার শিরোপা ছিনিয়ে আনলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আশিস মজুমদার। বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপে ষাটোর্ধ্ব বিভাগে স্বর্ণপদক জিতে শুধু রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর জেলারই নয়, এরাজ্যের মুখও উজ্জ্বল করেছেন তিনি। আশিস বাবুর পাশাপাশি রাজ্যের আরও ৩৮ জন যোগ প্রতিযোগী গাজিয়াবাদে অনুষ্ঠিত বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন। এদিন রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লীতে সেরার শিরোপা জয়ী যোগ প্রতিযোগী অবসরপ্রাপ্ত শিক্ষক আশিস মজুমদারকে সম্বর্ধনা দিলেন নর্থ বেঙ্গল যোগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
২৬-২৭ জুন উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বসেছিল ২০২২ বিশ্ব যোগ কাপ প্রতিযোগিতার আসর। ভারতের ১১ টি রাজ্যের পাশাপাশি মালয়েশিয়া এবং ইউনাইটেড কিংডমের মোট ৩৮০ জন যোগ প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। এরাজ্য পশ্চিমবঙ্গ থেকে ৬৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ৩৮ জন পদক লাভ করেন। এই বিশ্ব যোগ কাপ প্রতিযোগিতায় ৬ বছর থেকে ষাটোর্ধ্ব বিভাগ ছিল। এরমধ্যে রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লীর বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আশিস মজুমদার ষাটোর্ধ্ব বিভাগে সেরার শিরোপা অর্জন করেন। স্বর্ণপদক, মেমেন্টো এবং সার্টিফিকেট দেওয়া হয় তাঁকে।
আশিস বাবুর এই সাফল্যে খুশি রায়গঞ্জের যোগ প্রতিযোগী থেকে ক্রীড়ামহল। নর্থবেঙ্গল যোগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন সম্বর্ধনা জানানো হয় আশিস মজুমদারকে।