স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২ মার্চ: ডালখোলা পৌরসভা তৃণমূলের দখলে। মোট আসন ১৬ টি, তার মধ্যে তৃণমূল ১২ টি আসনে জয়ী, নির্দল প্রার্থীরা ৪টি আসনে জয়ী হয়েছে।
(১)আলি হুসেন, তৃণমূল জয়ী।
(২)শ্যামলী দাস অধিকারী, তৃণমূল জয়ী।
(৩)সুজানা দাস, তৃণমূল জয়ী।
(৪)তনয় দে, তৃণমূল জয়ী।
(৫)কৈলাস সাহা, নির্দল জয়ী।
(৬)রেনুদেবি বুহানিয়া, তৃণমূল জয়ী।
(৭)মৌমিতা বর্মন, নির্দল জয়ী।
(৮)স্বদেশ সরকার, তৃণমূল জয়ী।
(৯)ইতি কর্ণ, নির্দল জয়ী।
(১০)রাকেশ সরকার, তৃণমূল, জয়ী।
(১১)গোপাল রায়, তৃণমূল জয়ী।
(১২)তাহাসানা খাতুন, নির্দল জয়ী।
(১৩) মহঃ আঞ্জার আলম, তৃণমূল জয়ী।
(১৪)আলি রাজা খান, তৃণমূল জয়ী।
(১৫)বিবি তবসুম, তৃণমূল জয়ী।
(১৬)হাজি ফিরোজ আহমেদ, তৃণমূল জয়ী।

