শ্রীরূপা চক্রবর্তী
আমাদের ভারত, ২৪ এপ্রিল: দক্ষিণ ভারত জয় করা যেমন বিজেপির অন্যতম এজেন্ডা, ঠিক তেমনি পশ্চিমবঙ্গকেও পাখির চোখ করেছে বিজেপি। ইতিমধ্যেই ২৪ এর লোকসভা ভোটের প্রচার শুরু হয়েছে। আর সেই প্রচারে এসে অমিত শাহ বলে গেছেন, লোকসভায় বিজেপি ৩৫ আসন পেলে এমনি এমনি তৃণমূল সরকার পড়ে যাবে। এবার কর্নাটকে প্রবাসী বাঙালীদের জন্য দলের হয়ে ভোট প্রচারে গিয়ে সেই কথাই বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, অমিত শাহ পুরোপুরি তৈরি, তেলেঙ্গানা ভোটের পরেই অপারেশন বেঙ্গল শুরু হবে।
গত বিধানসভাতে আশানুরূপ ফল না হলেও বিজেপি প্রধান বিরোধী হিসেবে উঠে এসেছে রাজ্যে। আর তারপর থেকেই পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে ফেলেছে পদ্মশিবির। লোকসভা ভোট প্রচারের ছকের মধ্যে যে বাংলার ক্ষমতা দখলের দাবার চালও লুকিয়ে আছে সেটা অমিত শাহের বীরভূমের সভার বক্তব্যেই স্পষ্ট হয়ে গেছে। আগামী ২৪বৈশাখ ফের তিনি আসছেন রাজ্য সফরে। আর ঘন ঘন তাঁর এই বাংলায় আগমন বলে দিচ্ছে, পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম টার্গেট হতে চলেছে। এবার সেই ভাবনার স্পষ্ট ঝলক শোনা গেল সুকান্ত মজুমদারের কথায়।
কর্ণাটক নির্বাচনকে সামনে রেখে বেঙ্গালুরু শহরের চিকপেট বিধানসভা এলাকার বাঙালি সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সেখানে তিনি বলেন, “তেলেঙ্গানার ভোটের পর অপারেশন বেঙ্গল শুরু হবে, আপনারা আশ্বস্ত থাকুন।”
বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, বহু বাঙালি বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে এখানে চাকরির জন্য এসে থাকতে বাধ্য হয়েছেন। কারণ বাংলাতে কর্মসংস্থান নেই। বাংলাতে একজন সাধারণ গ্র্যাজুয়েট ছেলে যেমন কাজ পাচ্ছে না, তেমনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কোনও কাজ নেই। উদাহরণ হিসেবে তিনি বলেন, “আমাদের ব্যাচে যারাই ইঞ্জিনিয়ারিং পড়েছিল কিংবা আমাদের আগে বা পরে যারা ইঞ্জিনিয়ারিং পড়েছিল, তারা বেঙ্গালুরু কিংবা সাউথ ইন্ডিয়াতে রয়েছে।” তিনি প্রবাসী বাঙালীদের উদ্দ্যেশ্যে বলেন, “পশ্চিমবঙ্গে সাথে ওয়ার্ক কালচার, জব অ্যাভিলিটি, ইকোনোমির পার্থক্য আপনাদের থেকে ভালো কেউ বোঝে না। আপনারাই বাংলাতে গিয়ে ভালো করে বোঝাতে পারবেন। সেইজন্য আপনারা যতজন প্রবাসী বাঙালি আছেন যাদের ভোট এখানে(কর্নাটকে) তাদের বলুন বাংলা পাগলের পাল্লায় পড়ে কী অবস্থা হয়েছে। তিনি বলেন, বাংলা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা রেডি হয়ে গেছি এবার আটকাতেই হবে। অমিত শাহ জিও সবরকম প্রস্তুতি নিচ্ছেন। তেলেঙ্গানার পর অপারেশন বেঙ্গল শুরু হবে, আপনারা আশ্বস্ত থাকুন।