নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৫ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিল ইস্কন। আজ রাত ন’টায় ন’মিনিট ধরে প্রদীপ জ্বালবার কথা বলেছেন
প্রধানমন্ত্রী। সকল দেশবাসীকে নিজের ঘরের চৌকাঠে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করতে বলেছেন। প্রধানমন্ত্রীর ডাকে এবার সাড়া দিলেন কলকাতার ইস্কনের সহসভাপতি রাধারামন দাস। তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে রাত ন’টায় প্রদীপ জ্বালাই। করোনা যুদ্ধে আমরা কেউ একা নই। সকলে মিলে এই লড়াই করার জন্য ইস্কনের সহসভাপতি মহারাজ রাধারামন দাস রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনেকেই প্রদীপ জ্বালবেন বলে জানিয়েছেন। এবার ইস্কন কর্তৃপক্ষের তরফে প্রদীপ জ্বালবার ঘোষণা করা হল। যদিও প্রধানমন্ত্রীর প্রদীপ জ্বালবার তত্ত্ব নিয়ে রাজনৈতিক ব্যক্তিরা সমলোচনায় নেমে পড়েছেন। সমালোচনা করছেন সমাজের বিশিষ্টরাও।