আমাদের ভারত, ১৯ সেপ্টেম্বর: বাংলা ভাষার জন্য আত্মবলিদানকারী দুই ছাত্রকে বুধবার এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজেশ তাপসের রক্ত.. হবে নাকো ব্যর্থ— এই শিরোনামে শুভেন্দুবাবু লিখেছেন, “বাংলা ভাষার জন্যে আত্মবলিদানকারী স্বর্গীয় দুই ভাষা সংগ্রামী; উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলের দুই প্রাক্তন ছাত্র; রাজেশ সরকার ও তাপস বর্মণের মৃত্যুবার্ষিকীর দিনে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। ২০১৮ সালে বিদ্যালয়ে বাংলার শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বচসায় পুলিশের গুলিতে ওনাদের মৃত্যু হয়। রাজেশ ও তাপসের হত্যার বিচার চাই।”
প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর ইসলামপুর ব্লকের দাড়িভিট হাইস্কুলে বাংলা বিষয়ের শিক্ষকের দাবিতে আন্দোলনে নামে স্কুলের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের সেই আন্দোলনকে প্রতিহত করতে গিয়ে ছাত্র-পুলিশের মধ্যে খন্ডযুদ্ধ হয়। সেই সংঘর্ষের মধ্যে পড়ে দাড়িভিট হাইস্কুলের দুই প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়ছিল। গুলিবিদ্ধ হয়ে এক ছাত্র গুরুতর জখমও হয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ঘটনার সিবিআই তদন্তের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দলোন চালাতে থাকে মৃত ছাত্রদের পরিবার ও বিজেপি।

