জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: পৌরসভা নির্বাচনের আগে ক্রমশ উত্তাপ বাড়ছে খড়্গপুরে। রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। এই পরিস্থিতিতে প্রচারে গিয়ে সাধারণ মানুষদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক তথা পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
সূত্রের খবর, আজ খড়্গপুরের তালবাগিচায় প্রচারে যান বিজেপি প্রার্থী হিরণ। সাধারণ মানুষ ভোট বয়কটের কথা বলে রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে ক্ষোভ উগরে দেন। তাদের দাবি, এর আগে তৃণমূল এবং সিপিএম দুই দলের কাউন্সিলর ছিল। কিন্তু তারা সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেনি। তাই এবার তারা ভোটদান থেকে বিরত থাকবেন।
বিধায়ক তথা ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তাদের বোঝানোর চেষ্টা করে বলেন, একবার বিজেপিকে সুযোগ দিন। আপনাদের সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করা হবে। তবে প্রচার করতে গিয়ে সিপিএম ও তৃণমূল কাউন্সিলরদের কৃতকর্মের জন্য যেভাবে হিরণকে বিক্ষোভের মুখে পড়তে হল, তাতে বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি।