অনুন্নয়নের অভিযোগে রাজনৈতিক দলের প্রচার বন্ধ করলেন পুরুলিয়ার কোলবাঁধ গ্রামের বাসিন্দারা, ভোট বয়কটের হুঁশিয়ারি

সাথী দাস, পুরুলিয়া, ২৭ ডিসেম্বর: বিধানসভা নির্বাচন আসন্ন। আর তাই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন আঙ্গিকে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগের কাজ করছে তৃণমূল, বিজেপি, কংগ্রেস সহ বাম দলগুলো। তৃণমূল ও বিজেপি তুলে ধরছে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান। আর সেই সময় রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প থেকে বঞ্চনার অভিযোগ তুলল পুরুলিয়া ২ নং ব্লকের ঘোঙ্গা গ্রাম পঞ্চায়েতের কোলবাঁধ গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিনের এই বঞ্চনার কোনও সদুত্তর না মিললে গ্রামে রাজনৈতিক প্রচার, মিটিং মিছিল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। প্রয়োজনে ভোট বয়কটের হুমকিও দিয়েছেন তাঁরা। গ্রামের এই সিদ্ধান্তের কথার সঙ্গে সঙ্গে তাঁরা গ্রামের দেওয়ালে কার্যত বঞ্চনার অভিযোগ তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের কথা জানিয়েছেন।

কোলবাঁধ গ্রামে প্রায় ৪ হাজার জনের বসবাস। গ্রামের অধিকাংশ পুরুষ দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন। গ্রামের শিব মন্দির থেকে প্রায় ৯০০ মিটার রাস্তা কাঁচা। বর্ষা কালে চলার অযোগ্য হয়ে ওঠে। টিউবওয়েল রয়েছে ৭ টি, তার সিংহভাগই অকেজো। তারা দেওয়াল লিখনে গণদাবিতে লিখেছেন আবাস যোজনা, পানীয় জল, রাস্তা ঢালাই, বনসৃজন, ১০০ দিনের কাজ, অর্ধনির্মিত জুনিয়র স্কুল স্থাপন, শ্মশানঘাট, কবরস্থান, গার্ডওয়াল তৈরি করার দাবি তুলেছেন। দেওয়াল লিখনেও রয়েছে সেই কথা। গ্রামের বাসিন্দারা মহিলাদেরকে সামনে রেখে প্ল্যাকার্ড নিয়ে গ্রামের হরিবোল মন্দিরের কাছে বিক্ষোভ দেখান। যতদিন না তাঁদের বঞ্চনার  সদুত্তর মিলছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের এই হুঁশিয়ারিতে নড়েচড়ে বসেছেন প্রধান। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ঘোঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রীতা কালিন্দী। গ্রামে যাওয়ার কথা বলেছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *