সাথী দাস, পুরুলিয়া, ৩ এপ্রিল: পৌরসভার নল বাহিত জল পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পুরুলিয়া শহরের কর্পূরবাগান এলাকার বাসিন্দারা। গত দুই মাসের বেশি সময় ধরে পৌরসভা পরিচালিত পানীয় জল সরবরাহ বন্ধ আছেl ঘটনার জেরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদেরl
শুধু কর্পূরবাগান নয়, পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কর্পূরবাগান এলাকা গত দুই মাস কার্যত নির্জলা রয়েছে। পৌরসভা পরিচালিত নল বাহিত পানীয় জল পাচ্ছেন না এলাকার মানুষ। এলাকায় নেই কোনও নলকূপ বা পরিবর্ত ব্যবস্থাl বাসিন্দারা বার বার পৌরসভার কাছে জল পরিষেবা স্বাভাবিক করার অনুরোধে করলেও কাজ হয়নি বলে অভিযোগl এমন কি জলের দাবি জানিয়ে বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করেছিলেন তবুও জল পরিষেবা স্বাভাবিক করতে ব্যর্থ পৌরসভা। স্থানীয়রা জানিয়েছেন, নির্বাচনের সময় জন প্রতিনিধিরা শুধু প্রতিশ্রুতি দিয়ে যানl কিন্তু এই এলাকার জল সঙ্কট মেটাতে কোনো ব্যবস্থা হয়নি বলে অভিযোগ তাঁদেরl

পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে, কাঁসাই নদীর ভূগর্ভস্থ গভীর নলকূপ থেকে জল উত্তোলন কম হওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে। যদিও জলের ট্যাংকের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা হচ্ছে।

