জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ আগস্ট:
পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় একটি ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। গোপীনাথপুর, দুবরাজপুর বেলিয়াঘাটা, হাজরা প্রভৃতি গ্রামে গত ছ’মাস ধরে তান্ডব চালিয়ে আসলেও প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। এলাকাবাসীরা জানিয়েছেন, গত ২২ আগস্ট এই ষাঁড়টি গোপীনাথপুর গ্রামে কয়েকটি গরুকে জখম করার পর গোয়াল ঘর ভাঙ্গচুর চালিয়েছে। এছাড়াও দিনের-পর-দিন জমির ধান নষ্ট করেছে।

এলাকাবাসীদের অভিযোগ পাওয়ার পর প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা কয়েকদিন আগে ষাঁড়টির পায়ে ফাঁস লাগিয়ে একটি গাছে বেঁধে ঘুমপাড়ানি ইনজেকশন দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারপর থেকেই আরো উন্মত্ত হয়ে ওঠে ষাঁড়টি। জানাগেছে, গত ৩১ জুলাই হাজরা গ্রামে নূর হোসেন মল্লিক নামে এক টোটো চালককে শিং দিয়ে গুঁতিয়ে মেরে ফেলে এই ষাঁড়টি। এরপর থেকেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ষাঁড়টির তাণ্ডব থেকে কবে মুক্তি পাবে সেই আশায় রয়েছেন দাসপুর এলাকার বাসিন্দারা।

