সাথী প্রামানিক, পুরুলিয়া, ২০ এপ্রিল: বন্ধ থাকা তফসিলি জাতি ও তফসিলি উপজাতি স্কুল হোস্টেলের অনুদানের টাকা আবাসিকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য দাবি তুলল ডিএসও। পুরুলিয়া জেলায় সোমবার জেলাশাসকের উদ্দেশ্যে মেলে এই দাবি পত্র পাঠায় এসইউসিআই’য়ের এই ছাত্র সংগঠন।
সংগঠনের জেলা সম্পাদক বিকাশ রঞ্জন কুমার বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সারা দেশে লকডাউনের ফলে সাধারণ মানুষ শোচনীয় অবস্থায় দিন কাটাচ্ছেন। রাজ্য সরকার রেশনের মাধ্যমে যে খাদ্য সরবরাহের কথা ঘোষণা করেছেন তাও নামমাত্র। তা দিয়ে কোনও মতেই দিন অতিবাহিত করা সম্ভব নয়। পাশাপাশি সমস্ত রোজগারের পথ বন্ধ। স্কুল -কলেজ বন্ধ থাকায় তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ছাত্রছাত্রীদের হোস্টেলগুলিও বন্ধ। তাই এই সময় হোস্টেলের অনুদানের টাকা তাদের সরাসরি অ্যাকাউন্টে দিতে হবে যাতে তারা এই পরিস্থিতিতে কিছুটা হলেও সুস্থ ভাবে জীবন যাপন করতে পারে।
প্রসঙ্গত, জেলায় ১৮৩ টি স্কুলে হোস্টেলে থেকে তফসিলি জাতি সম্প্রদায়ের ৪৫ হাজার ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের ৪০ হাজার ছাত্র ছাত্রী রয়েছে। মাস পিছু ৬০০ টাকা (বছরে ১০ মাস) হারে হোস্টেলের জন্য অনুদান বরাদ্দ হয়ে থাকে।

