আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ জুলাই: ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত পানিহাটি পৌরসভার একটা বড় সমস্যা হলো বর্ষার জমা জল আর পৌরাঞ্চলের জমা জঞ্জাল। তবে বর্তমানে এই জঞ্জাল ফেলার ভ্যাটকে কেন্দ্র করে বেজায় অসন্তুষ্ট এলাকার মানুষ।
প্রসঙ্গত, পানীহাটি পৌরসভার ১৫ ও ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আর এন অ্যাভিনিউতে একটি অস্থায়ী ভ্যাট তৈরি করা হয়েছে পৌর সভার পক্ষ থেকে। সোদপুর ও ব্যারাকপুর সংযোগকারী এই রাস্তাটিতে রয়েছে জোড়া ট্রান্সফর্মার, আর তার পাশেই রয়েছে পৌরসভার এই অস্থায়ী ভ্যাটটি। সেই সঙ্গে এই ভ্যাটের পাশে রয়েছে অস্থায়ী শৌচালয়। আর এই অস্থায়ী ভ্যাট ও শৌচালয়ের জন্য অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। আর বৃষ্টির ফলে ওই এলাকার মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে। সেই সঙ্গে ট্রান্সফর্মার- এর পাশে ভ্যাট হওয়ায় নিরাপত্তা নিয়েও চিন্তিত এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন নোংরা পরিষ্কার হয় না, ফলে তাদের নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। তারা ওই এলাকার ভ্যাট অন্যত্র সরানোর দাবি করেছেন পৌর কর্তৃপক্ষের কাছে। কিন্তু তেমন ভাবে কোনো সাড়া মেলেনি।
অপর দিকে পানিহাটি পৌরসভার উপ পৌর প্রধান সুভাষ চক্রবর্তীর দাবি, এই পৌর এলাকার নোংরা ফেলার কোনো স্থায়ী জায়গা না থাকায় একটা সমস্যা হচ্ছে, তাই অস্থায়ী ভ্যাটে নোংরা ফেলা হয়। তবে খুব শীঘ্র এর সমাধান করা হবে। কারণ কল্যানী এক্সপ্রেসেওয়েতে পানিহাটি পৌর সভার সমস্ত নোংরা ফেলার জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে।