জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট: লকডাউনের মধ্যে বেলদা থানার খাকুড়দা এলাকায় একের পর এক চুরির ঘটনা বেড়ে চলায় পুলিশের উপর ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের।বৃহস্পতিবার ভোর রাতেও সেখানে দোকানে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে যথারীতি ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানার পুলিশ।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, এই নিয়ে খাকুড়দাতে গত এক মাসে সাতটি চুরির ঘটনা ঘটল। এরমধ্যে সিসিটিভি থাকায় শুধুমাত্র বড়মোহনপুর হাইস্কুলের চুরির ঘটনার কিনারা করা ছাড়া বাদবাকি কোনও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশের ভূমিকায় ব্যবসায়ী ও এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে
জানাগেছে।