স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ জানুয়ারি: নদিয়ার শান্তিপুর শহরের অত্যন্ত ব্যস্ততম রাস্তা কৃষ্ণ কালিতলা। যেটা একদিকে গুপ্তিপাড়া ঘাট এবং অন্যদিকে নৃসিংহপুর ঘাট যাবার প্রধান রাস্তা। সূত্রাগর অঞ্চলের বিপুল সংখ্যক ব্যবসায়ী, স্কুলের ছাত্র ছাত্রী, নিত্যযাত্রীরা সকাল থেকেই এই পথ দিয়ে যাতায়াত করে। বেশ কিছুদিন ধরে সকাল থেকেই সারাদিন ধরে একের পর এক মাটি বোঝাই ট্রাক্টর চলার কারণে অতিষ্ঠ এলাকাবাসী।
তাদের দাবি, স্থানীয় কিছু প্রোমোটার পিডব্লিউডি’র জায়গা থেকে মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাচ্ছে, অবৈধভাবে। তবে তাতে তাদের কোনো অসুবিধা না থাকলেও, গতকাল একটি গরুর পায়ের উপর দিয়ে ঐ ট্রাক্টার চলে গেছে। ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। সাথে রাস্তার উপর মাটি ধুলো কাদা পড়ে রয়েছে যথেষ্ট বিপদজনক অবস্থায়। স্থানীয় বেশ কয়েকজন হৃদজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েছে। এ বিষয়ে তারা স্থানীয় প্রশাসনকে মৌখিকভাবে ফোনে জানিয়েও ফল মেলেনি, তাই আজ বাধ্য হয়েই দশটি গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, স্থানীয় প্রশাসন এসে বিষয়টি স্থায়ী নিষ্পত্তি না করা পর্যন্ত গাড়িগুলো আটকানো থাকবে।