আমাদের ভারত, হুগলী, ১৫ নভেম্বর: হুগলীর কোন্নগর পৌরসভার হাতির কুল এলাকার এক নম্বর ওয়ার্ডের একটি খেলার মাঠ বাঁচাতে আজ এলাকাবাসীদের বিক্ষোভে উতপ্ত হয়ে ওঠে। পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চার্জ করে। লাঠি চার্জে কোন্নগর পুরসভার ভাইস চেয়ারম্যান এবং স্থানীয় কাউন্সিলর সহ ছয় জন আহত হয়েছেন বলে কোন্নগর পুরসভার চেয়ারম্যান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় জানিয়েছেন।
স্থানীয় একটি ক্লাবের সাথে এলাকার মাঠের মালিকের বেশ কিছুদিন ধরে আদালতে মামলা চলছিল। আদালতের রায় পেয়ে ঐ জমির মালিক মাঠের দখল নিতে পুলিশের দ্বারস্থ হয়। এদিকে, এই খবর পেয়ে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং মাঠ দখলে বাধা দিতে জড়ো হন। পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করেন। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলরও। কিন্তু কোনও কাজ না হওয়ায় পুলিশ লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। এতে ভাইস চেয়ারম্যান গৌতম দাস এবং কাউন্সিলর মোনালিসা নাগ সহ কয়েকজন আহত হন। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।