সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৪ ফেব্রুয়ারি: পুলওয়ামায় নিহত জওয়ানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন পুরুলিয়াবাসী। শুক্রবার, সকাল থেকে হোম যজ্ঞ করে নিহত জওয়ানের আত্মার শান্তি কামনা করে বজরঙ্গ দল। পুরুলিয়া শহরের রাসমেলা ময়দানে এইভাবে তাঁদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বজরঙ্গ দলের সদস্যরা।
পুরুলিয়া শহরতলি ছররাতে অবস্থিত রাজ্য পুলিশের একাদশ সশস্ত্র বলের বারাকে গিয়ে জওয়ানদের হাতে গোলাপ তুলে দিয়ে মিষ্টি মুখ করানো হয়। এই ভাবেই জওয়ানদের সম্মান জানিয়ে তাঁদের কর্মসূচি পালন করেন পুরুলিয়ার ‘টিম উপহার’। ওই সময় উপস্থিত ছিলেন ওই ব্যাটেলিয়নের পদস্থ আধিকারিকরা।
ওই সংস্থার পক্ষে অলোক সেন জানান, ‘একবছর আগে আজকের দিনে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল আমাদের দেশ। সেই দুঃখের দিনকে আজ ও আমরা ভুলতে পারিনি। তাই আমাদের জওয়ানদের দুঃখ কিছুটা হলেও ভাগ করে নিলাম।’
অন্যদিকে, পুরুলিয়া কাশীপুরে একটি অস্থায়ী শহিদ বেদি গড়ে তাতে ফুল নিবেদন করে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানায় মানবিক আস্থা ফাউন্ডেশন। স্থানীয় তরুণ সংঘ লাইব্রেরীর প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে সদস্যরা মোমবাতি জ্বালিয়ে কাল ব্যাজ লাগিয়ে এবং মুখে কালো কাপড় বেঁধে নিহত জওয়ানদের স্মরণ করেন।
পুরুলিয়া শহর বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এদিন সন্ধ্যে নাগাদ মোমবাতি জ্বালিয়ে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়।