আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ জানুয়ারি:
ঘাটালে নীল রংয়ের বিরল শ্রেণির একটি টিকটিকি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভা এলাকার বারো নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুরে আদিত্য নন্দীর বাড়িতে এই নীল রংয়ের টিকটিকি দেখতে পাওয়া যায়। টিকটিকির নীল রং দেখে এলাকাবাসীর মধ্যে কৌতুহল ছড়ায়। নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ দোলুই জানান টিকটিকিটি সত্যি সত্যি নীল রঙের। এরকম টিকটিকির কথা কোনোও দিন শুনিনি এবং দেখিওনি।
মেদিনীপুর অটোনমাস কলেজের অধ্যাপক গৌতম ঘোষ জানান, এটি একটি বিরল ঘটনা। এ রাজ্য তথা ভারতবর্ষে নীল টিকটিকির কথা কখনো শোনা যায়নি। পূর্ব আফ্রিকার তানজানিয়ার কিছু অঞ্চলে এই ধরনের টিকটিকি দেখা যায়। তবে টিকটিকির শরীরের চামড়াতে যে পিগমেন্ট লেয়ার রয়েছে সূর্যরশ্মির বিকিরণের তারতম্যের কারণে অনেক সময় চামড়া’র রঙের পরিবর্তন হয়ে থাকে। এভাবেই গিরগিটির বিভিন্ন রংয়ের সৃষ্টি হয়। সেকারণেও টিকটিকিটির রং বদল হয়ে থাকতে পারে।